ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বরখাস্তের দাবি শিক্ষার্থীদের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
গতকাল উপজেলার সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
জানা গেছে, কয়েকদিন আগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মন্জুরুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যান ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে তাকে যৌন হয়রানি করেন শিক্ষক। ঘটনা কাউকে জানাতে নিষেধও করেন তিনি।
বিষয়টি জানাজানি হয়ে গেলে গতকাল বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। এক পর্যায় প্রধান শিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রেখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে জানিয়েছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে আমি জরুরি মিটিং ডেকেছি।
আরও পড়ুন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শোনামাত্রই আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান শিক্ষকে নির্দেশ দিয়েছি।
মো. জুয়েল রানা/এনএফ