ফার্মেসিতে মাথায় অস্ত্রোপচারে ৯ মাসের শিশুর মৃত্যু
নাটোর শহরের বন বেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় ভুল চিকিৎসায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিশু আসিফ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের আসাদুলের ছেলে।
অভিযুক্ত হাবিবুর রহমান বনবেলঘড়িয়া বাইপাসের বাসিন্দা হাসেন আলীর ছেলে এবং রেনু ফার্মেসির মালিক।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, কোন ধরনের লাইসেন্স ছাড়াই হাসেন আলী এলাকায় ওষুধের ফার্মেসি খোলেন এবং নিজেই রোগীদের চিকিৎসা করতেন। কিছু দিন ধরে তার ছেলে হাবিবুর রহমানও বাবার দোকানে ওষুধ বিক্রির পাশাপাশি রোগীদের চিকিৎসা করে আসছে।
বুধবার দুপুরের পর আসিফের মা তার সন্তানের মাথায় টিউমারের চিকিৎসা করাতে ওই ফার্মাসিতে নিয়ে আসে। দেখে হাবিবুর রহমান তাকে বলেন, ছোট একটি অপারেশন করাতে হবে। পরে শিশু আসিফের টিউমার অপারেশন করতে গেলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর হাবিব শিশুটির বাবা মাকে জানান অপারেশনের পর শিশুটি ঘুমাচ্ছে। এসময় চিকিৎসক হাবিবের কথা এলোমেলো মনে হলে আসিফের স্বজনরা চিৎকার-চেঁচামেচি করতে থাকে। ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন ওই দোকানসহ বাড়ি ঘিরে ফেলে হাসেন আলী ও তার ছেলে হাবিবুরকে আটকে রাখে।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসেন আলী ও তার ছেলে হাবিবুরের বিচার দাবি করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিষয়গুলো ধামাচাপা দিয়ে রেখেছেন। নিহত আসিফের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের বলেন, শিশু আসিফের অপারেশন করতে গিয়ে মৃত্যুর ঘটনায় এলাকাবাসী থানা পুলিশকে জানালে পুলিশ এবং সেনাবাহিনীর টিম গিয়ে হাবিবুর রহমান এবং তার বাবা হাসান আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর ওই শিশুর শরীরে অপারেশন করার কথা স্বীকার করেছেন।
গোলাম রাব্বানী/এসকেডি