লাখো মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা সালাউদ্দিন
দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (২৮ আগস্ট) সালাউদ্দিনের আগমন উপলক্ষ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে টার্মিনাল পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার দুই পাশে হাজার হাজার জনতার ঢল নামে। এদিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান সব শ্রেণীপেশার অনেক মানুষ। লাখো মানুষকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে তিনি নিজ গ্রামের বাড়ির দিকে রওনা হন।
বিজ্ঞাপন
এর আগে বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বেসরকারি উড়োজাহাজ ইউএস বাংলার একটি ফ্লাইটে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সঙ্গে তার সহধর্মিনী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দর থেকে তার গ্রামের বাড়ি পেকুয়ার দিকে রওনা হয়েছেন।এ সময় রামু, ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়ার পথে মানুষের সঙ্গে দেখা করেন তিনি। মানুষের উপস্থিতি বেশি হাওয়ায় পুরো শহর অচল হয়ে গেছে। আমাদের স্বেচ্ছাসেবকরা যানজট নিরসনে কাজ করছেন।
বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে এসেছেন আমাদের প্রিয় নেতা। তিনি কক্সবাজারে আসায় নেতাকর্মীদের মধ্যে উৎসব বিরাজ করছে।
সূত্র মতে, কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকে তিনি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত সংবর্ধনায় যোগ দেন সালাহউদ্দিন আহমেদ। সেখান থেকে দুপুর ২টায় চকরিয়া বাস টার্মিনালে চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সংবর্ধনা সভার যোগ দেবেন তিনি। পরে বিকাল ৪টায় পেকুয়া চৌমুহনী চত্বরে পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেওয়ার কথা আছে সালাউদ্দিনের।
সাইদুল ফরহাদ/এফআরএস