চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সীমানা বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মো. জহির (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রামে সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জহির ওই বাড়ির মৃত জমির সরকারের ছেলে । আহতরা হলেন, নিহত জহিরের ভাই নুর মোহাম্মদ (৪০) এবং বোন  সাহিদা বেগম (৪৫)। একই বাড়ির লতিফ সরকারের ছেলে নজরুল ইসলাম (৩৫), আফজাল মুন্সির ছেলে ওমর ফারুক (২৫)।

নিহত মো. জহিরের ভাই সফিকুর রহমান জানান, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের সঙ্গে পাশের বাড়ির বাচ্চু মিয়ার ছেলে ইসমাইল হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম খলিফার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেনের সঙ্গে বাড়ির সিমানা জমি নিয়ে বিরোধ চলছিল। এলাকার সামাজিক লোকজন কয়েকবার সার্ভেয়ার দিয়ে বাড়ির সিমানা নির্ধারণ করে দিয়ে গেছে। আজকে আমার ভাই এবং ভাতিজা মিলে সীমানা বরাবর বাঁশ দিয়ে বেড়া দিতে গেলে বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন, মো. বিল্লাল, জাকির, জহির, নাঈম, রোবেল, ইসমাইল, নবির হোসেন তারা আমার ভাইয়ের ওপর আক্রমণ চালায়। কেউ একজন আমার ভাইকে মাথা এবং ঘাড়ে বাড়ি দিলে সঙ্গে সঙ্গে আমার ভাই মাটিতে লুকিয়ে পড়ে যান। এরপর ডাক-চিৎকার দিলে তাৎক্ষণিক এলাকার লোকজন এসে আমার ভাইকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মো. জহির (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আনোয়ারুল হক/এএমকে