টাঙ্গাইলের ঘাটাইলে আখক্ষেতে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের বাসিন্দা কৃষক আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কৃষক আরশেদ আলী তার আখক্ষেতে চুরি ঠেকাতে ও শিয়ালের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। পরে সকালে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্বামী আরশেদ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, কৃষক আরশেদ তার আখক্ষেতে চুরি ঠেকাতে ও শিয়ালের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। পরে সকালে তারা বিদ‌্যুৎ সং‌যোগ বন্ধ না ক‌রে ক্ষেতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনই মারা যান। 

ঘাটাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মর‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়েছে। আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। 

আরএআর