সাভারের আশুলিয়ায় ১৫টি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

শনিবার (২৪ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত রায় ঢাকা পোস্টকে বলেন, রাত ১০টা ৫০ মিনিটে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে ১১টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কৃষ্ণ বৈরী ঢাকা পোস্টকে বলেন, ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৩ ইউনিট, ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২ ইউনিট ও ধামরাই ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার সিনিয়ার স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ‘এখানে সাবেক এমপি সাইফুল ইসলামের ঝুটের গোডাউনসহ বেশ কয়েকটি গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।’

এমএ