ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মো. রাজু (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিমপাড়ার মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে জেলার উত্তরের পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। সোমবার (১৯ আগস্ট) থেকে মুহুরী নদীর বাঁধের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে ডুবছে জনপদ। মঙ্গলবার রাতে রাজু তার চার বন্ধুর সঙ্গে বাঁধের ভাঙনকবলিত অংশে জাল দিয়ে মাছ ধরতে গেলে তীব্র স্রোতে ভেসে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, বন্যাদুর্গত প্রায় ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত উপজেলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টির সঙ্গে পানি এখনও বাড়ছে।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, নিহত তরুণের মরদেহ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তারেক চৌধুরী/এফআরএস