ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দরের মদনপুর অংশ পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় সাড়ে ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। বুধবার (২১ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হয়। বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে।

মহাসড়কের এ অংশে তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়তে দেখা গেছে যাত্রীদের। রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে। বৃষ্টিতে ভিজেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক যাত্রীকে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যেতে দেখা যায়।

রফিক নামের এক বাসচালক বলেন, প্রায় এক ঘণ্টা যাবৎ শিমরাইল মোড়ে অবস্থান করছি। বাস একটুও সামনে এগুচ্ছে না। 

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, আজ ভোরে সোনারগাঁওয়ের লাঙলবন্দ অংশে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। এখন সেই কাভার্ডভ্যান সরিয়ে ফেলা হয়েছে। আর যানজট থাকবে না।

আরকে