শেরপুর জেলা কারাগার থেকে লুট হওয়া কারারক্ষীদের ব্যবহৃত তিনটি চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সোমবার (১২ আগস্ট) শহরের খোয়ারপাড় এলাকা থেকে দুটি ও এর আগে শনিবার রাতে সদর উপজেলা পরিষদের গেটের পাশের ময়লার স্তূপ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, শেরপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে অস্ত্র জমা দেওয়ার অনুরোধ করার পর শেরপুর শহরের খোয়ারপাড় এলাকার এক যুবক দুটি রাইফেল ও একটি ছুরি রাস্তায় পায়। পরে ওই যুবক স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে সোমবার রাতে শেরপুর সেনা ক্যাম্পে এসে অস্ত্রগুলো জমা দেন। 

এর আগে, গত শনিবার জেলা আনসার ভিডিপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলা পরিষদ গেটের পাশে ময়লা-আবর্জনার স্তূপ থেকে বস্তায় মোড়ানো একটি চাইনিজ রাইফেল উদ্ধার করে। ওই দিন দুপুরে উদ্ধারকৃত রাইফেলটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে তারা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট এক সহিংসতায় দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ওই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার থেকে কিছুসংখ্যক অস্ত্র খোয়া যায়। 

মো নাইমুর রহমান তালুকদার/এএমকে