রাজশাহীতে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বল ভেবে কুড়িয়ে নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সোমবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর টিকাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হচ্ছে- টিকাপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে মো. আব্দুল্লাহ (৭) ও শাহীনের ছেলে সাবা (৮)। খবর পেয়ে সেখানে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। এ সময় সেখান থেকে ৮-১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর টিকাপাড়া এলাকায় পড়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুই শিশু বাসার সামনে খেলাধুলা করছিল। এ সময় বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা দুজন আহত হয়।

স্থানীয়রা বলছেন, ককটেলগুলো কে বা কারা ফেলে রেখে গেছে। পরে শিশুরা বল ভেবে খেলার একপর্যায়ে এই দুর্ঘটনার শিকার হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। দুই শিশু আহত হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি রয়েছে।

শাহিনুল আশিক/আরএআর