পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর এবং কার্যালয়ে হামলা চলছে। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়ও ঘটছে এমন ঘটনা। তবে লোকমুখে আলোচনার জন্ম দিয়েছে আখাউড়া পৌরসভার দাপটশালী মেয়র তাকজিল খলিফা কাজলের পালানোর ঘটনা।

জানা যায়, গত সোমবার (৫ আগস্ট) দুপুরে তার বাড়িতে হামলার পর পাশের পুকুরে লাফিয়ে পড়ে সাঁতরে পালান। পুকুরে সাঁতরে তার পালানোর ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, পুকুর থেকে উঠে বোরকা পরে তিনি আন্দোলনকারীদের সঙ্গে মিশে পালিয়েছেন।

এর আগে মেয়র কাজলের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে বাড়ির সব কিছু লুট হয়।

তাকজিল খলিফা কাজল আখাউড়া পৌরসভার মেয়রের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের খুব ঘনিষ্ঠ ছিলেন।

প্রসঙ্গত, মেয়র পালিয়ে যাওয়ার পর প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন কাউন্সিলর বাবুল মিয়া।

মাজহারুল করিম অভি/এমজেইউ