বাঁ থেকে মজিবুর রহমান চৌধুরী নিক্সন, আব্দুর রহমান ও শাহদাব আকবর লাবু (ছবি : সংগৃহীত)

শেখ হাসিনা সরকারের পতনের পর ফরিদপুরের চার সংসদ সদস্যের (এমপি) মধ্যে তিনজনই আত্মগোপনে রয়েছেন। জানা গেছে, কেবল ফরিদপুর-৩ (সদর উপজেলা) আসনের স্বতন্ত্র হিসেবে বিজয়ী এমপি ও ব্যবসায়ী নেতা একে আজাদ দেশেই অবস্থান করছেন। তবে, বাকি তিন এমপির কোনো খোঁজ মিলছে না।

আত্মগোপনে যাওয়া তিনজন সদ্য সাবেক সংসদ সদস্য হলেন, ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি উপজেলা) আসনের এমপি আব্দুর রহমান, ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা উপজেলা) আসনের এমপি শাহদাব আকবর লাবু ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। 

আব্দুর রহমান শেখ হাসিনা সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। শাহদাব আকবর প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে। আর নিক্সন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছোট ছেলে।

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুর-১ এর আব্দুর রহমান এখন কোথায় আছেন কেউ জানেন না। তার ঘনিষ্ঠজনরাও তার অবস্থান সম্পর্কে কিছু বলতে পারছেন না। সর্বশেষ গত শনিবার (৩ আগস্ট) তিনি নিজ নির্বাচনী এলাকা মধুখালিতে এসেছিলেন। ওইদিন মধুখালিতে তিনি দলের বিশেষ বর্ধিত সভাসহ দুইটি দলীয় অনুষ্ঠানে অংশ নেন। এরপর বিকেলের দিকে তিনি ঢাকায় চলে যান। রোববার (৪ আগস্ট) পর্যন্ত তার সর্বশেষ অবস্থান ঢাকায় ছিল বলে জানা গেছে।

ফরিদপুর-২ এর শাহদাব আকবর লাবু গত শুক্রবার (২ আগস্ট) নিজ নির্বাচনী এলাকা নগরকান্দায় একদিনের সফরে এসেছিলেন। ওইদিন সকাল থেকে নগরকান্দায় তিনটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওইদিন সন্ধ্যা সাতটার দিকে তিনি নগরকান্দা বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে নগরকান্দা বাজারের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের নিয়ে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য’র বিরুদ্ধে মশাল মিছিল করেন। পরে রাত আটটার দিকেই ঢাকার ধানমন্ডির বাসায় ফিরে যান। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন গতমাসের শুরুর দিকে সিঙ্গাপুর সফরে যান। সেখান থেকে গত মঙ্গলবার (২৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে সরাসরি নিজ নির্বাচনী এলাকা ভাঙ্গায় আসেন। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা নিক্সন চৌধুরী ২০১৪ সালে ভাঙ্গায় সংসদ নির্বাচনের মাত্র ১৯ দিন আগে আসেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 

প্রথম নির্বাচনের হলফনামায় মাদারীপুরেকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেন নিক্সন। এরপর ভাঙ্গার ব্রাহ্মণপাড়া মহল্লায় বিশাল বাংলো বাড়ি করে ঠিকানা পাল্টে হয়ে যান ভাঙ্গার বাসিন্দা। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে নৌকার প্রার্থী কাজী জাফরউল্যাহকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যথাক্রমে সিংহ ও ঈগল পাখি প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। 

নিক্সন সর্বশেষ ৩১ জুলাই নিজ নির্বাচনী এলাকা ভাঙ্গায় এসেছিলেন। পরদিন পয়লা আগস্ট তিনি ঢাকায় ফিরে যান। এরপর থেকে তিনিও আত্মগোপনে রয়েছেন। 

তবে, ফরিদপুরের চারটি সংসদীয় আসনের চার এমপির মধ্যে ব্যতিক্রম ফরিদপুর-৩ (সদর) আসনের একে আজাদ। তিনি বর্তমানে ঢাকাতেই আছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগও স্বাভাবিক রয়েছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বঙ্গভবনে গার্মেন্টস শিল্প ও ব্যবসায়ী সেক্টরের নিরাপত্তা নিয়ে কথা বলতে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন।

জহির হোসেন/কেএ