ঢেউটিন বিতরণের পর আত্মগোপনে চলে যান আ স ম ফিরোজ
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং দুযোর্গ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আ স ম ফিরোজ।
তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সোমবার দুপুরের পর আ স ম ফিরোজ স্পিড বোটে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে ভোলা জেলার নাজিরপুর দিয়ে লালমোহন চলে যান। সেখান থেকে হেলিকপ্টার যোগে নিরাপদ গন্তব্যে চলে যা তিনি।
বিজ্ঞাপন
তবে অপর একটি সূত্র জানায়, ঘটনার দিন আ স ম ফিরোজ তার গ্রামের বাড়ি কালাইয়ার ইউনিয়নে অবস্থান করেন এবং সন্ধ্যার দিকে বিকল্প পথে তিনি ঢাকার গুলশানের বাসভবনে পৌঁছান।
আরও পড়ুন
আ স ম ফিরোজ ৪ আগস্ট বেলা ১১টার দিকে রেমালে ক্ষতিগ্রস্ত ২৮৮ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন। দুপুর ১টার দিকে ইউএনও’র কার্যালয়ে আপ্যায়ন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তিনি।
শুধু আ স ম ফিরোজ নয়, বাউফল উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের কয়েকশ শীর্ষ নেতা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।
আরিফুল ইসলাম সাগর/এনএফ