বাগেরহাটে ঘরে ঢুকে স্কুল শিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বাগেরহাটে ঘরে ঢুকে মৃণাল কান্তি চ্যাটার্জি (৬৫) নামের এক সাবেক স্কুল শিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পেটানো হয়েছে ওই শিক্ষকের স্ত্রী ও মেয়েকেও। বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মৃণাল কান্তি মধুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার স্ত্রী শেফালি চ্যাটার্জি ও মেয়ে ঝুমা রানী চ্যাটার্জিকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন শেফালি চ্যাটার্জি বলেন, ‘ঘর-দরজা সব ভেঙেছে, সব কিছু নিয়ে গেছে। কিছুই নেই। সন্ধ্যার দিকে একদল এসে বাড়িতে ঢিল মেরেছে। তখনও বুঝিনি, রাতে এসে এভাবে মেরে ফেলবে। 

আর্তনাদ করতে করতে তিনি বলেন, ‘একটু জায়গা আছে, ওই জায়গা-জমিই কাল হইছে। একটু সম্পদের জন্য তো... তোরা সব নিয়ে যেতে, মেরে ফেললি কেন? সব ভেঙে ফেললি।

শেফালি চ্যাটার্জি আরও বলেন, বাড়ি থেকে আসার সময় বলেছি, সব জমি-জমা তোরা খাস, আমাদেরতো সব শেষ। 

মাথাসহ তার শরীরের বিভিন্ন ক্ষত স্থানে ৩০-এর বেশি সেলাই দেওয়া হয়েছে উল্লেখ করে পাশের সিটে থাকা তার আহত মেয়ে কাঁদতে কাঁদতে বলেন, ঘরে আমার ছোট ছেলে ও বোন ছিল। তাদের ঘরের পাটাতনের ওপর ও খাটের নিচে লুকিয়ে রেখে বাঁচিয়েছি। আমাগো কী দোষ। আমরা তো কোন দল করি না। শুধু শুধু আমাগো ওপর কেন হামলা করলো। আমার বৃদ্ধ বাবাকে হাতুড়ি দিয়ে পিটায় মেরে ফেলল।

শেখ আবু তালেব/এনএফ