আত্মগোপনে নেত্রকোণার সাবেক এমপিসহ নেতাকর্মীরা
শেখ হাসিনা দেশত্যাগের পর চলমান পরিস্থিতিতে আত্মগোপনে চলে গেছেন নেত্রকোণা-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আশরাফ আলী খান খসরু। পাশাপাশি আত্মগোপনে রয়েছেন দলের ছোট-বড় সব নেতাকর্মী। মঙ্গলবার (৬ আগস্ট) দলের নির্ভরযোগ্য সূত্রে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়া মাত্রই এই সংসদ সদস্য আত্মগোপনে চলে যান। তবে আত্মগোপনে থাকলেও তিনি এখন পর্যন্ত নিজের নির্বাচনী এলাকা নেত্রকোণা সদরেই অবস্থান করছেন। তিনি নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তবে তিনি ঠিক কোন যায়গায় অবস্থান করছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি।
বিজ্ঞাপন
সূত্রটি আরও জানায়, সাবেক সংসদ সদস্য তার বাসা থেকে বের হবার পরপরই ৩টা থেকে সাড়ে ৩টা নাগাদ উত্তেজিত জনতা তার বাসায় হামলা চালায় এবং ভাঙচুর করে। এ ছাড়া শেখ হাসিনা দেশত্যাগের পর অজ্ঞাত দুর্বৃত্তরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়।
এ ছাড়া নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান লিটন, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ শহরের নেতৃস্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সবাই আত্মগোপনে রয়েছেন।
চয়ন দেবনাথ মুন্না/এএমকে