প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর সারাদেশের মতো রংপুরেও মুক্তিকামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় এসে বিজয় উৎসব করতে থাকেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান সেনাবাহিনীর সদস্যরা। 

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে নেচে গেয়ে বিজয় উদযাপন করে শিক্ষার্থীরা। এ সময় সেনাবাহিনীর টহল গাড়ি এলে শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে। তখন সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান ও আনন্দ ভাগাভাগি করেন।

এ সময় সেনাবাহিনীর এক সদস্য মাইক হাতে নিয়ে ব্রিফিংয়ে বলেন, এই রাষ্ট্র আমাদের সবার। রাষ্ট্রের প্রতিটি সম্পদ আমাদের ট্যাক্সের টাকায় কেনা। দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আপনারা শিক্ষার্থীরা দেশের সচেতন নাগরিক। আপনারা বিজয় উল্লাস, মিছিল করতে থাকেন তবে কোনো মানুষ বা সম্পদের ক্ষতি করবেন না। এরপর গাড়িটি আবারও টহল করতে চলে যায়। 

এর আগে বিকাল ৪টায় সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশেই ছাত্র-জনতা রাজপথে নেমে আসে এবং বিজয় উল্লাস করতে থাকে।

শিপন তালুকদার/আরকে