নাটোরে বিজয় মিছিল, এমপি শিমুলের বাড়িতে অগ্নিসংযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এতে খুশিতে নাটোরে বিশাল বিজয় মিছিল করছে ছাত্র-জনতা। অন্যদিকে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যলয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মূল সড়কে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বের হয় ছাত্র-জনতা। বিকেল ৫টায় এই সংবাদ লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন শহরের কানাই খালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। ছাত্র-জনতা বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। এছাড়াও সেনা সদস্যদের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় ছাত্র জনতাকে। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ।
বিজ্ঞাপন
এদিকে বিকেল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে (জান্নাতি প্যালেস) আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।
গোলাম রাব্বানী/আরএআর