দিনাজপুরে বিচারপতি ও হুইপের বাসভবনে অগ্নিসংযোগ-ভাঙচুর
অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সরকার পদত্যাগের একদফা দাবিতে সারাদেশের ন্যায় দিনাজপুরে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। রোববার (৪ জুলাই) আন্দোলনকারীরা জাতীয় সংসদের হুইপ, দিনাজপুরের-৩ এর মাননীয় সাংসদ ইকবালুর রহিম এমপি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা এবং সংঘর্ষে অনেকে আহত হন।
বিজ্ঞাপন
রোববার দুপুর ১২টার পর থেকে দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিক্ষুব্ধ সাধারণ জনতা রাস্তায় নামে। শহরের সদর হাসপাতাল মোড়ে বিচারপতি এনায়েতুর রহিম ও এমপি ইকবালুর রহিমের বাড়িতে হামলা চালায়। এছাড়া ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে বাড়ির গেট, জানালা এবং সাইনবোর্ডে অগ্নিসংযোগ করে। আন্দোলনকারীরা পুলিশ পিকআপ, অ্যাম্বুলেন্স, ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর করে।
এ সময় পুলিশ এসে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে বিক্ষিপ্ত ছাত্র-জনতা ও পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ছড়িয়ে পড়ে।
ইমরান আলী সোহাগ/আরকে