অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সরকার পদত্যাগের একদফা দাবিতে সারাদেশের ন্যায় দিনাজপুরে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। রোববার (৪ জুলাই) আন্দোলনকারীরা জাতীয় সংসদের হুইপ, দিনাজপুরের-৩ এর মাননীয় সাংসদ ইকবালুর রহিম এমপি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা এবং সংঘর্ষে অনেকে আহত হন।

রোববার দুপুর ১২টার পর থেকে দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিক্ষুব্ধ সাধারণ জনতা রাস্তায় নামে। শহরের সদর হাসপাতাল মোড়ে বিচারপতি এনায়েতুর রহিম ও এমপি ইকবালুর রহিমের বাড়িতে হামলা চালায়। এছাড়া ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে বাড়ির গেট, জানালা এবং সাইনবোর্ডে অগ্নিসংযোগ করে। আন্দোলনকারীরা পুলিশ পিকআপ, অ্যাম্বুলেন্স, ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর করে।

এ সময় পুলিশ এসে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে বিক্ষিপ্ত ছাত্র-জনতা ও পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ছড়িয়ে পড়ে।

ইমরান আলী সোহাগ/আরকে