ফাইল ফটো

কক্সবাজার শহরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও ৯ জন। রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহীদ সরণি সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে  এখনো গোলাগুলি চলছে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান। 

এর আগে, রোববার দুপুরে শহরের কালুর দোকান থেকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল বের করে। পরে মিছিলটি শহরের শহীদ সরণি রোডের কাছাকাছি এলাকায় গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়।

এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়তে থাকে। পাশে থাকা পুলিশ বক্স ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ৯ জন আহত হয়। 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, হাসপাতালে একজনকে গুরুতর আহত অবস্থায় আনা হলে তার মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় মেলেনি। 

এই বিষয়ে জানতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাইদুল ইসলাম ফরহাদ/এএমকে