কোটা আন্দোলনে গ্রেপ্তার ৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মাদারীপুরে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত।
গতকাল শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদুল হাসান চৌধুরী তাদের জামিন দেন।
বিজ্ঞাপন
জামিনে মুক্তি পাওয়া তিন পরীক্ষার্থী হলেন- মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর কাজী (১৮), খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজের নুর আলম সরদার (১৮) ও নজরুল ইসলাম শিকদার (১৮)।
আরও পড়ুন
জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে গত ১৮ ও ১৯ জুলাই আন্দোলনে ঢুকে মাদারীপুর সদরে বেশ কিছু সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর করে নাশকতাকারীরা। এ সময় লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়িতে আগুন ও মোস্তফাপুরের ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে দুর্বৃত্তরা। বাধা দিতে গেলে আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশসহ আহত হয় শতাধিক। সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একাধিক মামলা দায়ের করেন। এই মামলায় ১৮ ও ১৯ জুলাই গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠানো হয় আলম সরদার (১৮), তানভীর কাজী (১৮) ও নজরুল ইসলাম শিকদার (১৮) নামে তিন এইচএসসি পরীক্ষার্থীকে।
মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ইএও) আল মামুন জানান, তিন এইচএসসি পরীক্ষার্থীকে মানবিক দিক বিবেচনা করে জামিন দিয়েছেন আদালত। তবে মামলার তারিখে নিয়মিত আদালতে তাদের হাজিরা হতে হবে।
এস.এম. দেলোয়ার হোসাইন/এমএ