শাশুড়িকে হত্যার অভিযোগ ছেলের স্ত্রীর বিরুদ্ধে 

সাতক্ষীরার তালা উপজেলায় বৃদ্ধা শাশুড়ি নাছিরন বিবিকে (৭০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার ছেলের স্ত্রী ও এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে তালা পুলিশ। 

গতকাল উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী শান্তিনগর গ্রামে এই ঘটনা ঘটে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— লিপি বেগম (৩৫), ও আসমা বেগম (৩৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিনগর গ্রামে নাছিরন বিবির গচ্ছিত অর্থ-সম্পদের লোভে পরিকল্পনা করে তার ছেলের স্ত্রী ও প্রতিবেশী আসমা বেগম তাকে হত্যা করেন। আশপাশের লোকজন ঘটনার বিষয় টের পেয়ে ইউপি সদস্যকে জানান। ইউপি সদস্য ঘটনাস্থলে হাজির হয়ে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ মরদেহ উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে।  

পরে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর ও আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। 

এনএফ