কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট চালু, উৎপাদন ২০০ মেগাওয়াট
গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেকটা বেড়েছে। এতে করে দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্র কর্ণফুলীর সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চালু হয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, কাপ্তাই হ্রদে বর্তমানে ৮৯ দশমিক ৩২ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৯৩ দশমিক ৫ এমএসএল পানি রয়েছে। এতে বিদ্যুৎকেন্দ্রের সবকয়টি ইউনিট চালু রেখে ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর আগে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট চালু ছিল। যার মাধ্যমে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
বিজ্ঞাপন
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে। যার মাধ্যমে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এছাড়া পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে বলেও জানান তিনি।
মিশু মল্লিক/আরকে