ধামরাইয়ে ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
ঢাকার ধামরাইয়ে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এসময় পিকআপ চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় আরিচামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কয়লা গ্রামের মো. মহিদুল (৪২) ও তার ছেলে আব্দুল্লাহ (১০)। আহত পিকআপ চালক সাগর মিয়া (৩৫) বগুড়া জেলার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ জানায়, ওই বাবা-ছেলে একটি ফ্রিজ নিয়ে সাভার থেকে গ্রামের বাড়ি মানিকগঞ্জে যাচ্ছিল। এ সময় ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের পেছনে থাকা বাবা ও ছেলে মহাসড়কে ছিটকে পড়ে যায়। তখন অপর একটি গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা মহিদুল নিহত হন। পরে ছেলে ও পিকআপের চালককে আহত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করে।
সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আইয়ুব আলী ঢাকা পোস্টকে বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/আরকে