মৌলভীবাজারে শরীর জোড়া লাগানো অবস্থায় যমজ শিশুর জন্ম হয়েছে। বুধবার (৫ মে ) রাতে মৌলভীবাজারের জান্নাত প্রাইভেট হাসপাতালে সিজারের মাধ্যমে তাহমিনা বেগম নামে এক প্রসূতি এই যমজ সন্তান প্রসব করেন।

প্রসূতি তাহমিনা বেগম কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর গ্রামের জুয়েল আহমদের স্ত্রী।

জুয়েল আহমদ বলেন, তাহমিনা অন্তঃসত্ত্বা হলে আল্ট্রাসনোগ্রাফি করে দেখা যায় তার পেটে দুটি বাচ্চা আছে। তবে আল্ট্রাসনো কালার না হওয়ায় বুঝা যাচ্ছিল না বাচ্চা দুটি কীভাবে আছে। সিজারের পর দেখা যায় বাচ্চা দুটির শরীর এক সঙ্গে জোড়া লাগানো। দুটির হাত-পা, মাথা আলাদা হলেও পেট একটাই নিয়ে জন্ম হয়েছে। 

তিনি বলেন, আমি একজন ছোট মুদি ব্যবসায়ী। শিশুদের বাঁচাতে হলে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু আমার সেই সামর্থ্য নেই। 

এ বিষয়ে ডা. ফারজানা হক পর্ণা ঢাকা পোস্টকে বলেন, এটি খুবই একটি জটিল বিষয়। শিশু দুটিকে আলাদা করার জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষার ব্যাপার আছে। তাই শিশু দুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে নেওয়ার পরামর্শ দিয়েছি। তাহলে সেখান থেকে পরামর্শ নিয়ে উন্নত চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন তা হয়তো তারা করতে পারবেন। যেহেতু এটি বিরল বিষয় তাই শিশু দুটির পরিবার যথেষ্ট সহযোগিতা পাবেন। 

ওমর ফারুক নাঈম/আরএআর