শেরপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনের সহিংসতা ও নাশকতার ঘটনায় সদর থানায় পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিএনপি-জামায়াত নেতাকর্মীর নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় সাড়ে সাত হাজার লোককে।

এসব মামলায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের কর্মী।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম।

গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের নামে শেরপুর জেলা শহরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের ওপর হামলাসহ পুলিশ বক্সে হামলা, আনসার অফিস ও দোকানপাটে হামলা চালানো হয়। গত ২০ জুলাই বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নন্দীরবাজার মোড়ে রাস্তা অবরোধ, পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হকসহ ১০ পুলিশ সদস্য আহত হন। এসব ঘটনায় শেরপুর সদর থানায় বিএনপি-জামায়াত নেতা-কর্মীসহ অন্তত সাড়ে সাত হাজার লোকের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গত চার দিনে অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে।

নাইমুর রহমান তালুকদার/এমএ