ফাইল ছবি

টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জেলার চারটি থানায় আলাদা আলাদাভাবে ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত জেলায় ১৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার অধিকাংশ বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।  

জানা গেছে, টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সরকারি কাজে বাধা ও সরকারি স্থাপনা ভাঙচুরসহ কয়েকটি ঘটনায়  টাঙ্গাইল সদর, কালিহাতী, মধুপুর, ধনবাড়ী এবং ঘাটাইল থানায় আলাদা আলাদাভাবে ১০টি মামলা করেছে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এরমধ্যে মধুপুরে এক শ্রমিক নেতা মামলা দায়ের করেছেন।

এরআগে টাঙ্গাইলে কোটা আন্দোলনে পুলিশ ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে শতাধিক আহত হন। এছাড়া এই সংঘর্ষে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাগুলো তদন্ত করা হচ্ছে। এ সব মামলায় এ পর্যন্ত ১৬৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

অভিজিৎ ঘোষ/এনএফ