ফেনীতে চলমান পরিস্থিতিতে বিপাকে পড়া ৫০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। 

জেলা জুড়ে ৫০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।  

এ ব্যাপারে নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক নেত্রী। কারফিউয়ের কারণে অনেক মানুষ স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। এই জন্য প্রধানমন্ত্রী বিপাকে পড়া মানুষদের খাদ্য সহায়তার নিদের্শনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় জেলাজুড়ে ৫০ হাজার মানুষকে আমার পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করার উদ্যোগ নিয়েছি। মানুষের প্রয়োজনের ভিত্তিতে এ সংখ্যা আরও বাড়তে পারে।    

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

তারেক চৌধুরী/এনএফ