ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার অভিযোগে কুমিল্লার বিভিন্ন থানায় ৮টি মামলা করা হয়েছে। এসব মামলায় দেড়শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার সাইদুল ইসলাম।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় কুমিল্লায় ৮টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে কুমিল্লা সদর দক্ষিণ থানায় তিনটি, কোতোয়ালি থানায় দুটি, দাউদকান্দি থানায় দুটি ও বুড়িচং থানায় একটি মামলা করা হয়েছে।

সদর দক্ষিণ থানায় দায়ের করা মামলা তিনটিতে এবং দাউদকান্দি থানায় দায়ের করা দুটি মামলার একটিসহ মোট চারটি মামলায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করেন। বাকি চারটি মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা বাদী। তবে ওই আওয়ামী লীগ নেতাদের নাম প্রকাশ করেননি পুলিশ।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এসব মামলার মধ্যে কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলা দুটি, দাউদকান্দি থানায় একটি এবং বুড়িচং থানায় দায়ের করা মামলাটি গত শুক্রবার (১৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা হয়েছে।

সূত্রটি আরও বলছে, নাশকতার এসব মামলায় এখন পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা রয়েছে। 

পুলিশ সুপার সাইদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা, পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

আরিফ আজগর/আরএআর