কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। 

গতকাল বিকেলে উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও স্যাপার কলেজের শিক্ষার্থীরা বুধবার বিকেলে দুই প্রতিষ্ঠানের প্রধান গেট থেকে মিছিল বের করে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) প্রধান গেট হয়ে ধুপইল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্যাপার কলেজ গেটের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন স্থানে কয়েক দফা সড়ক অবরোধ করে।  এ সময় ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’,  ‘কোটা না মেধা, মেধা মেধা,’ ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না’ ইত্যাদি স্লোগান দেন।  

মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামিনি। তাহলে কেন আমার ভাইকে হত্যা করা হলো? 
শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেওয়া না হলে সারা দেশের সাথে সমন্বয় করে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।।  

গোলাম রাব্বানী/এনএফ