বাড়ির পুকুরের ঘাট নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে চাচাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে হৃদয় নামের এক যুবক। 

মঙ্গলবার মাগরিবের নামাজের সময় বরিশাল সদর উপজেলার চরমেনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল কামাল হোসেন (৫০)। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলী খাঁর ছেলে।

ইউপি সদস্য শাকিল রাঢ়ী জানান, জমি নিয়ে দুই ভাইয়ের র্দীঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় আবুল কামালকে শাবলের আঘাতে জখম করে ভাতিজা হৃদয়। আবুল কামালকে আহত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, চরমোনাইতে শাবলের আঘাতে একজনকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/কেএ