কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল নগরী।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এর মধ্যে সরকারি ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজসহ আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল ও চৌমাথায় বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অবরোধ কর্মসূচিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে।

আন্দোলনরত সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, আমরা কোটা সংস্কার চেয়েছি। সরকার আমাদের রাজাকার বলে সম্বোধন করেছে। তাছাড়া গতকাল ঢাবি, জাবিতে ছাত্রলীগের যে ন্যক্কারজনক হামলা দেখেছি তা এর আগে জাতি দেখেনি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইমরান বলেন, দাবি আদায়ের আন্দোলনে গেলে এভাবে নির্যাতনের শিকার হতে হবে তা কল্পনায়ও ছিল না। সরকার নির্দেশ দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আমরা কোটা সংস্কার চাই। আমাদের ওর হামলার বিচার চাই।

শিক্ষার্থীরা কোটাবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা সংগীত পরিবেশন, সড়কে আগুন জ্বালিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবরোধে মারাত্মক ভোগান্তিতে রয়েছে দূরপাল্লার যাত্রী ও পরিবহনগুলো।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আন্দোলনকারীদের ওপর বিভিন্ন স্থানে বর্বর হামলা হয়েছে। আমরা হামলাকারীদের বিচার চাই। আমরা সরকারের কাছে অধিকার চাইতে গিয়েছিলাম। কিন্তু আমরা যা পেয়েছি তা সাধারণ শিক্ষার্থীরা আশা করেনি। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে হামলা করে বিষয়টি ভিন্নখাতে নিতে চাইছে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ