মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতা রাকিব মোলা (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৫ জুলাই) দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিব মোল্লা উপজেলার দশচিড়া এলাকার লাবলু মোল্লার ছেলে। তিনি উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস ধরে রাকিব মোল্লা ও আলমগীর হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বের জেরে রাকিব মোল্লা ও আলমগীর হোসেন শিবালয় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। 

মাস খানেক আগে আলমগীর হোসেনের লোকজনকে মারধর করেন রাকিব মোল্লা। এরপর গত ৭ জুলাই সন্ধ্যায় স্থানীয় দশচিড়া খেলার মাঠে প্রতিপক্ষের লোকজন রাকিব মোল্লাকে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ সরকার জানান, এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোহেল হোসেন/কেএ