দৌলতদিয়া ঘাট থেকে পোড়াদহগামী শাটল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় ট্রেনটি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এলে দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ বাজার স্টেশনের মাঝামাঝি জায়গায় এসে লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী।

তিনি বলেন, শাটল ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ঘাটের উদ্দেশ্য ছেড়ে যায়। এরপর দৌলতদিয়া ঘাট থেকে সকাল সাড়ে ৭টায় ট্রেনটি পোড়াদহের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে আসে। এরপর ট্রেনটি গোয়ালন্দ বাজার স্টেশনের আগে এসে ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধার করার জন্য ইতোমধ্যে রাজবাড়ী থেকে টিম পাঠানো হয়েছে।

জানা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী হয়ে কুষ্টিয়ার পোড়াদহ পর্যন্ত এই ট্রেনটিই বর্তমানে যাত্রী সেবা দিয়ে আসছে। গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৫ কিলোমিটার ঝুঁকিপূর্ণ রেললাইনে চলাচল করছে ট্রেন। উঁচুনিচু ও আঁকাবাঁকা রেললাইনে নেই পাথর। কোথাও কোথাও খুলে গেছে সংযোগ পয়েন্টের নাট-বল্টু। বহু বছরের পুরনো কাঠের স্লিপারগুলো পচে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

মীর সামসুজ্জামান সৌরভ/আরকে