সাতক্ষীরায় পলিথিন কারখানায় অভিযান, দু’জনের কারাদণ্ড

সাতক্ষীরার বিনেরপোতায় দুটি পলিথিন কারখানায় ম্যাজিস্ট্রেট ,বিজিবি, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়েছে।

রোববার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিষয়ে তিনি বলেন, পালিথিন উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণার পরও বিনেরপোতায় দুটি কারখানায় পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে দুটি কারখানায় অভিযান পরিচালনা করে একটি কারখানা মালিক ফজলুর রহমানকে ১৫ দিন ও অপর কারখানার মালিক আব্দুর রাজ্জাককে এক মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, দুটি কারখানা থেকে জব্দ করা হয় পলিথিন তৈরির কাঁচামাল হিসেবে ১৪ বস্তা পিপি প্যাকেট, পিপি দানা প্যাকেট ১২৮ বস্তা ও ২টি পলিথিন তৈরির মেশিন। কারখানা দুটি সিলগালা করা হয়। 

অভিযানে বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) উপাধিনায়ক মেজর মাহমুদুল হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

ইব্রাহিম খলিল/এনএফ