শ্রদ্ধা-ভালোবাসায় এরশাদকে স্মরণ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুরে নানা কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি। রোববার (১৪ জুলাই) সকাল ৬টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিন দুপুরে নগরীর পল্লী নিবাসে এরশাদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
পরে আয়োজিত স্মরণসভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল হকসহ অঙ্গসংগঠনের নেতারা।
এ সময় বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা পরিষদ গঠন করেছিলেন। তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, শুক্রবার ছুটির দিন ঘোষণা করেছেন, মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছিলেন। তার শাসনামলে দেশে দুর্নীতি ছিল না, মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করতেন। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। তিনি দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন যা আজও মানুষ মনে রেখেছে।
এরশাদের শাসনামল নিয়ে এখনো সাধারণ মানুষ প্রশংসা করে। কিন্তু এক শ্রেণির রাজনীতিকরা রাজনৈতিক বিরোধিতার কারণে তাকে স্বৈরশাসকের তকমা দিয়ে ফায়দা লুটতে চায়। আজ দেশের মানুষের কাছে স্পষ্ট সত্যিকারের স্বৈরাচার-স্বৈরশাসক কারা? কারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশের রাজনীতি, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা-সংস্কৃতি নিয়ন্ত্রণ করছে তা আর বলার অপেক্ষা রাখে না। এরশাদের বিরুদ্ধে এখনকার শাসকদের মতো ভূরিভূরি অভিযোগ নেই। আগামীতে হুসেইন মুহম্মদ এরশাদের চেতনা ও আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান পার্টির কেন্দ্রীয় নেতারা।
এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নগরীর ৩০টি পয়েন্টে এরশাদের ভাষণ ও কোরআন তেলাওয়াত মাইকে প্রচার করা হয়। এ ছাড়া বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কোরআন খতম ও ফাতেহা পাঠ করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার বিকেলে মহানগরীর দর্শনা এলাকার পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন তার ছেলে শাতাহা জারাব এরিক এরশাদ। এ সময় এরিক এরশাদের মা বিদিশা সিদ্দিক সঙ্গে ছিলেন।
করব জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরিক এরশাদ জানান, জাতীয় পার্টি থেকে তার কোনো খোঁজখবর নেওয়া হয় না। জাতীয় পার্টি যদি তাকে চায় তিনি সাড়া দেবেন। অন্যদিকে এরশাদপুত্রের প্রতি দলীয় নেতাদের অবহেলায় জাতীয় পার্টির ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিদিশা সিদ্দিক।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ