বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে সরকারি আমলাদের লাখো কোটি টাকার পাহাড় গড়ে উঠেছে। তারা এখন দুর্নীতির শীর্ষে অবস্থান করছে। তার প্রমাণ বেনজীরের সম্পদের পাহাড়, মতিউর রহমানের ছাগলকাণ্ড, সেনাপ্রধানের দুর্নীতি, পিএসসির প্রশ্নফাঁস। 

শনিবার (১৩ জুলাই) দুপুরে মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার নিজ দলের লোকদের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেওয়াসহ সকল ক্ষেত্রে অরাজকতা, দুর্নীতি আর লুটপাট চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে। সকল ক্ষেত্রে ব্যর্থ বর্তমান সরকারের সকল কাজের হিসাব জনগণের কাছে দিতে হবে। গণ আন্দোলনের কাছে সকল অপশক্তি পরাজিত হবে। 

তিনি আরও বলেন, বর্তমানে কোটাবিরোধী আন্দোলনে ছাত্ররা লেখাপড়া ছেড়ে রাজপথে নেমেছে। কৃষকরা আছে বলেই এ দেশ এখনো বেঁচে আছে। ছাত্র-কৃষকরা যখন রাস্তায় বেরিয়ে আসবে তখন এই সরকার পালানোর জায়গা খুঁজে পাবে না।

কৃষক দলের মাগুরা জেলা শাখার আহ্বায়ক রুবাইয়াত হোসেন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মোল্লা, খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, বিএনপি নেতা আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা প্রমুখ। 

আরএআর