বাংলাদেশের নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এটি আগামীতেও অব্যাহত থাকবে।

শুক্রবার (১২ জুলাই) শহরের একটি কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ড. রাজীব রঞ্জন বলেন, যোগ ব্যায়াম ভারত ও বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি দুই দেশের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্কের জন্য একটি ঐক্যবদ্ধ শক্তি। যোগব্যায়াম বিশ্বের কাছে ভারতের একটি উপহার। এখন এটি একটি সাধারণ ঐতিহ্যে পরিণত হয়েছে। 

এমন আয়োজনের জন্য ফেনী যোগব্যায়াম অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান তিনি। ফেনী যোগব্যায়াম অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল এবং ফেনী আদালতের জিপি প্রিয়রঞ্জন দত্ত। জেলা যোগব্যায়াম অ্যাসোসিয়েশনের সভাপতি নিতাই মজুমদারের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন উৎপল শীল। 

এ সময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী একাধিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের পর্যায়ের নেতৃবৃন্দ। 

তারেক চৌধুরী/এমএসএ