সিলেটে কোটি টাকার ভারতীয় চিনি জব্দ, আটক ৫
সিলেটে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনিবোঝাই ছয়টি ট্রাক আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে শাহপরান থানা এলাকা থেকে ট্রাকগুলো আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এ সময় গোয়েন্দা পুলিশ পাঁচজনকে আটক করেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আটককৃত চিনির পরিমাণ, আটককৃতদের নাম-ঠিকানাসহ সকল তথ্য পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
মাসুদ আহমদ রনি/এমজেইউ