ফরিদপুর-৩ ( সদর) আসনের সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেছেন, গ্রামের তুলনায় শহরের বেশি গাছ লাগাতে হবে, বনায়ন করতে হবে।

গতকাল ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুলে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ফরিদপুর সামাজিক বনায়ন জোনের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হুসাইনের সভাপতিত্বে এ সভায় এ. কে.আজাদ আরও বলেন, আমাদের দেশের গ্রাম এখনও সবুজ, গ্রামের খেত, মাঠ ঘাটে গেলে এখনও শীতল বাতাস পাওয়া যায়। যদিও সারা বিশ্বেই জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাই গ্রামের পাশাপাশি শহরেও প্রচুর গাছ লাগাতে হবে। যার যুতটুকু জায়গা আছে সেখানেই গাছ লাগাতে হবে। প্রয়োজনে বাড়ির ছাদে বাগান তৈরি করে ছাদ বাগানে গুরুত্ব দিতে হবে। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুদা বেগম বুলু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, সদস্য আবুল বাতিন প্রমুখ।

ফরিদপুর সামাজিক বন বিভাগের আয়োজনে আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে গাছের চারা তুলে দেন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে জলবায়ু পরির্বতনের বিরুপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষে এ গাছের চারা বিতরণ করা হয়।

জহির হোসেন/এনএফ