রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহীতে মদপানে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- নগরীর হেতেমখাঁ এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে তুহিন (২৬) ও নগরীর কাদিরগঞ্জ এলাকার সেলিম আহমেদের ছেলে মুন আহমেদ (১৮)।

এদের মধ্যে তুহিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মারা যায়। আর মুন মারা যায় রাত সোয়া ৮টার দিকে।

আশঙ্কাজনক অবস্থায়  শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তুহিনকে রামেক হাসপাতালে নেয় স্বজনরা। এরপর থেকে তিনি হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

রাত পৌনে ৭টার দিকে রামেক হাসপাতালে নেয়া হয় মুন আহমেদকে। তিনি হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য এই দুজনের মরদেহ রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এনিয়ে মদপানে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ এ।

এর আগে শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে মারা যান নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল (২৮)।

শনিবার (২ জানুয়ারি) ভোরে এই ওয়ার্ডে মারা যান বাগমারার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং নগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস মদপানে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এমএসআর