জামালপুরে রাসেলস ভাইপার ভেবে অজগর পিটিয়ে মারলেন ইউপি সদস্য
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপ রাসেলস ভাইপার মনে করে বন্যায় গাছের ডালে আশ্রয় নেওয়া অজগর সাপকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। পরে মৃত ওই অজগর সাপ নিয়ে আনন্দ মিছিল করেন স্থানীয় যুবকেরা।
রোববার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের বালুগ্রাম দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চুকাইবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মুসলিম উদ্দিন মোবাইলে ঢাকা পোস্টের এ প্রতিবেদককে বলেন, সাপটি আমি পিটিয়ে মেরেছি। নৌকা দিয়ে যাওয়ার পথে গাছের ডালে ওই সাপটি দেখে লোকজন। তারপর লোকজন দেখতে আসে সাপটিকে। ইউপি চেয়ারম্যানও আসেন। অনেক লোকজন ভিড় করেন কিন্তু কেউ সাপটি মারার সাহস পাচ্ছিল না। পরে আমি সাহস করে গাছে উঠে লাঠি দিয়ে আঘাত করলে সাপটি নিচে জালের মধ্যে পড়ে। সেটা কি সাপ ছিল আমরা বুঝিনি। প্রথমে রাসেলস ভাইপার বলছিল সবাই। এখন অনেকেই বলছে এটি অজগর সাপ।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা যায়, অজগর সাপ হত্যা করার পর স্থানীয় যুবকেরা সাপটি নিয়ে আনন্দ মিছিল করেন ও সাপ হাতে নিয়ে ফটোসেশন করেন। অজগর সাপটি আনুমানিক প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের ছিল। বন্যার পানিতে ভেসে এসে গাছের ডালে অজগর সাপটি আশ্রয় নিয়েছিল। গাছের পাশ দিয়ে নৌকা দিয়ে যাওয়ার সময় এক লোক প্রথমে সাপটা দেখেন। পরে সাপটি মারতে লোকজন ভিড় করেন। শেষ পর্যন্ত গাছে উঠে সাপকে পিটিয়ে মারা হয়।
এ বিষয়ে জানতে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খানকে কল করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
রকিব হাসান নয়ন/এসএসএইচ