সাভারে একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাইভেটকারটি ঢাকামুখী লেন থেকে সাভারের দিকে ইউটার্ন নিচ্ছিল। এমন সময় গাড়িতে আগুন ধরে যায়। পরে পথচারীরা জরুরি সেবা ৯৯৯- এ কল করলে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এ বিষয়ে ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদুল জামান ফরহাদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাইভেটকারটিতে শুধু চালক ছিলেন এবং আগুন দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে যান। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইঞ্জিনে ওভার হিট বা ইঞ্জিনে ইলেকট্রিক লাইনে ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এসএসএইচ