কমতে শুরু করেছে বাঘাইছড়ির বন্যার পানি
বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়িতে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) মধ্যরাত থেকে বৃষ্টি না হওয়ায় উপজেলা সদরের ডুবে যাওয়া নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করে। তবে, বেশকিছু এলাকায় এখনো পানিবন্দি রয়েছেন বাসিন্দারা।
বুধবার (৩ জুলাই) সকাল থেকে উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামের পানি কমতে শুরু করে।
বিজ্ঞাপন
জানা গেছে, কয়েকদিনের ভারী বর্ষণে বাঘাইছড়িতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে করে পানিবন্দি হয়ে পড়েন কয়েক হাজার মানুষ।
পানিবন্দি হওয়ায় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকে। তবে, বর্তমানে বন্যার পানি কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরে এসেছে উপজেলার বাসিন্দাদের মাঝে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বাঘাইছড়িতে বন্যায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা প্লাবিত হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, বৃষ্টি না হওয়ায় বাঘাইছড়িতে বন্যার পানি কমতে শুরু করেছে। উপজেলার ৩২টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় চার হাজার মানুষ পানিবন্দি রয়েছেন, যার মধ্যে আড়াই হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। আশ্রয়কেন্দ্রে তাদের জন্য খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
মিশু মল্লিক/কেএ