দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশে নয় পৃথিবীব্যাপী একটি মডেল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও তার নির্দেশনায় কাজ করে। দুর্যোগ মন্ত্রণালয় ২৪ ঘণ্টাই খোলা থাকে। শুধু ঝড় এবং সাইক্লোনেই নয় যে কোনো দুর্যোগেই কাজ করে দুর্যোগ মন্ত্রণালয়। 

গতকাল বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও পৌরসভা আয়োজিত ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সারা বাংলাদেশে বিশেষ করে গ্রাম অঞ্চলের যত রাস্তাঘাট রয়েছে তা বাস্তবায়ন করে দুর্যোগ মন্ত্রণালয়। এ ছাড়া গ্রাম অঞ্চলের যেসব ব্রিজ, কালভার্ট, সাইক্লোন শেল্টার, ভিজিএফ কার্যক্রম তাও দুর্যোগ মন্ত্রণালয়ের। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ৪০ দিনের কাজের প্রকল্পও দুর্যোগ মন্ত্রণালয়ের। এ ছাড়াও বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গার থাকা-খাওয়াসহ সকল ব্যবস্থাপনা দুর্যোগ মন্ত্রণালয়ই করে থাকে। দুর্যোগ মন্ত্রণালয় এমন একটি মন্ত্রণালয়, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যে দেশেই দুর্যোগ হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানেই কাজ করে। কিছুদিন পূর্বে নেপাল ও তুরস্কের পাশে থেকেও কাজ করেছে বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয়।

এ ছাড়াও তিনি আরও বলেন, বাংলাদেশ ভৌগোলিক কারণেই দুর্যোগ প্রবণ এলাকা। যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে হয় তাহলে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে দুর্যোগ সহনশীল করে গড়ে তুলতে হবে।

পরে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বরগুনা জেলার জন্য ১ কোটি টাকা, আমতলী উপজেলা পরিষদের জন্য ৫০ লাখ টাকা এবং ১০০ বান্ডিল ঢেউটিন, ৭ ইউনিয়নের চেয়ারম্যানের জন্য ৩৫ লাখ টাকা, আমতলী পৌরসভার জন্য ১০ লাখ টাকা ও ৫০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়ার ঘোষণা করেন। এছাড়াও গুলিশাখালী ইসাহাক ও শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুটি সাইক্লোন শেল্টার বরাদ্দের ঘোষণা দেন তিনি।  

আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদ ও পৌরসভার হলরুমে উপস্থিত ছিলেন— বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য  আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান প্রমুখ।

আব্দুল আলীম/এনএফ