ফরিদপুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। গতকাল (বুধবার) বিকেলে শহরের মদনখালীর স্লুইস গেটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই কলেজছাত্রের নাম ফারদিন ইসলাম (১৮)। তিনি শহরের কমলাপুর মহল্লার বালুরমাঠ এলাকার বাসিন্দা প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।

ফারদিন শহরের টেপাখোলা মহল্লায় অবস্থিত সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, শহরের ঝিলটুলী মহল্লার বন্ধু ফেরদৌস রহমানকে নিয়ে গোসল করতে যায় ফারদিন। গোসলের এক পর্যায়ে পানির স্রোতে ভেসে যায় সে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও ফারদিনকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে ফরিদপুর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

পদ্মা নদী থেকে কুমার নদ উৎপন্ন হয়ে মদন খালী হয়ে ফরিদপুর শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। পানির গতি নিয়ন্ত্রণের জন্য পানি উন্নয়ন বোর্ড মদনখালীতে কুমার নদের স্রোতধারায় এ স্লুইসগেট নির্মাণ করেছে। প্রতি বছর বর্ষার সময় গেটে পানির স্রোত দেখতে ভিড় করে মানুষ। এ সময় অনেকে গোসলও করতে আসেন। 

ফরিদপুর দমকল বাহিনীর দুই দুই সদস্য দুই ঘণ্টা চেষ্টা করে ফারদিনের কোন সন্ধান করতে পারেনি। পরে অন্ধকার হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। আজ আবারও অভিযান শুরু হবে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দমকল বাহিনীর জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, স্লুইচ গেটে বর্তমানে পানির চাপ ব্যাপক, পাশাপাশি প্রচণ্ড স্রোত রয়েছে। খবর পাওয়া মাত্রই আমাদের ডুবুরিদল সেখানে তল্লাশি চালিয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ওই তরুণের কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে আবার উদ্ধার অভিযান চালানো হবে

জহির হোসেন/এনএফ