বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে সুহামনি চাকমা (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।
বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে বালুখালী গ্রামের মহিনি কুমার চাকমা ও জোৎস্না আলো চাকমার মেয়ে সুহামণি চাকমা বাড়ির পাশে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে যায়। পরে বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শেফালী চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুখালী গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী আজ পানিতে ডুবে মারা গিয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক।
বন্যায় সময় শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে একদিন পেরিয়ে গেলেও নিখোঁজ শিক্ষার্থী কৃতিত্ব চাকমার খোঁজ মেলেনি। সে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে নারিকেল বাগান সড়কে সহপাঠীদের সঙ্গে বন্যার পানি দেখতে গিয়ে স্রোতে তলিয়ে যায় সে।
মিশু মল্লিক/এমজে