বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অর্থনীতি বলে কোনো নীতি নেই, এই সরকারের আছে শুধু দুর্নীতি। এই সরকার জনগণের মঙ্গল দূরে থাক, দেশকে রক্ষা করতে পারবে না। জনগণের হাতে ভিক্ষার থালা ধরিয়ে দেবে। 

বুধবার (৩ জুলাই) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, উন্নয়ন জনগণের অধিকার। আর এই উন্নয়নের এক একটি প্রজেক্ট থেকে তিনশ চারশ কোটি টাকা লুটপাট না করলেও এই কয়েক বছরে পনেরো লাখ কোটি টাকা লুটপাট করেছে। এই লুটপাট কারা করেছে, মাফিয়ার সরকার করেছে।

তিনি আরও বলেন, যারা বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করে বিদেশ চলে যায়, এটা প্রধানমন্ত্রী জানেন, আমরা জানবো না। অনিয়ম করে বেশি দিন টিকে থাকা যায় না, যেতে হবে। খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র। তাই খালেদা জিয়ার মুক্তি হলে, গণগন্ত্র ও জনগণের মুক্তি হবে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় সমাবেশে অন্যান্যোর মধ্যে বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু,  সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবিরা নাজমুল মুন্নী, আবুল হোসেন আজাদ,  জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. ইসহক, আবদুস সালাম আজাদ, মিজানুর রহমান খান প্রমুখ।

এ্যান্টনি দাস অপু/আরএআর