গাইবান্ধায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২০
গাইবান্ধায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নাফিস শাহরিয়ার আকাশ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আকাশ গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালীবাড়ি এলাকার শামসুল হকের ছেলে। তিনি একজন ফটোগ্রাফার ছিলেন।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ থেকে সোনার বাংলা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে বাসটি গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এ ঘটনায় নাফিস শাহরিয়ার আকাশ নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় রাহি নামে অপর এক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণের পাশাপাশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।
রিপন আকন্দ/এমজে