বরিশালে চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জুলাই) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রাজিব বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো দুইজন হলেন- বরিশাল নগরীর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখর দাস ও একই ওয়ার্ডের মহিউদ্দিন খোকন। এরা দুজনই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল ১০নং ওয়ার্ডের বাসিন্দা হালিম শাহ’র ছেলে তারেক শাহ চাঁদাবাজির অভিযোগ এনে শেখর দাস ও মহিউদ্দিন খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর আজ মঙ্গলবার ওই দুই আসামি জামিন প্রার্থনা করলে আদালত তা নাকচ করে দেন।

মামলার বাদী তারেক শাহ বলেন, বরিশাল-ভোলা রুটে চলাচলকারী স্পিডবোটের লাইনম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করছি। শেখর দাস ও মহিউদ্দিন খোকন রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায়ই চাঁদা দাবি করতেন। এ ঘটনায় মামলা দায়ের করলে তদন্তে সত্যতা পায় পুলিশ।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ