টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জা‌লে ধরা প‌ড়ে‌ছে ১৩ কে‌জি ওজ‌নের পাঙাস মাছ। প‌রে মাছ‌টি স্থানীয় বাজা‌রে বি‌ক্রি করা হয় ১৫ হাজার টাকায়। 

সোমবার (১ জুলাই) বি‌কে‌লে উপ‌জেলার গো‌বিন্দাসী বাজা‌রে মাছ‌টি তোলা হয়। প‌রে হা‌লিম না‌মের একজন মাছ ব‌্যবসায়ী পাঙাস মাছ‌টি ১৫ হাজার টাকায় কি‌নে নেন। প‌রে সেই মাছ‌টি ১৮ হাজার টাকায় কি‌নে নেন ভূঞাপুর থানার সহকারী উপ‌প‌রিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম।

জানা গে‌ছে, উপ‌জেলার খানুরবা‌ড়ি এলাকার বিমল হালদার বঙ্গবন্ধ‌ু সেতু এলাকায় যমুনা নদী‌তে জাল ফে‌লেন। প‌রে তার জা‌লে বিশালাকৃ‌তির পাঙাস মাছ‌টি আট‌কে যায়। প‌রে তি‌নি মাছ‌টি বি‌ক্রির জন‌্য গো‌বিন্দাসী বাজা‌রে বাবলু হালদা‌রের মাছের আড়‌তে নি‌য়ে আসেন। মাছটি দেখ‌তে বাজা‌রে ভিড় জমায় অনেকেই। ‌সেখা‌নেই মাছ‌টি বি‌ক্রির জন‌্য ডাকে তোলা হয়। প‌রে ১৫ হাজার টাকায় মাছটি ব‌্যবসায়ী হালি‌ম কি‌নে নেন। 

মাছ ব‌্যবসায়ী হা‌লিম জানান, মাছ‌টি বাজা‌রে তোলা হয়। ডা‌কে মাছ‌টি কিনে নেই। প‌রে মাছ‌টি এক পু‌লিশ সদস্যের কা‌ছে ১৮ হাজার টাকায় বি‌ক্রি ক‌রে‌ছি। 

ভূঞাপুর থানার সহকা‌রী উপ‌প‌রিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম জানান, পাঙাস মাছ‌টি নি‌য়ে‌ছি। ত‌বে কত দি‌তে হ‌বে এখনো ব‌লেন‌নি বিক্রেতা।

অভি‌জিৎ ঘোষ/এমজে